শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

নিয়োগ বিজ্ঞপ্তি।

প্রিয় বন্ধুরা, 
আবু-রুবাইয়া.ব্লগস্পট.কম বর্তমানে মাধ্যমিক জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। তাকে আরো জনপ্রিয় করতে আমার কিছু সংখ্যক নতুন মেধাবী লেখক খুঁজিতেছি। (ইন্টারনেট বিল এবং লেখা সন্মানী ব্লগের কর্তৃপক্ষ বহন করবেন) 

আমরা এমন মানুষ খুঁজছি যারা শুধু সংবাদ পরিবেশনই নয়, যেকোন গল্প, কবিতা, উপন্যাস, ব্যক্তিত্ব, পরিচিতি, পরিবেশ, প্রকৃতি,  ঐতিয্য, সংস্কৃতি, ভাষা, প্রতিষ্ঠান, শিক্ষালয়, দর্শনীয় স্থান, ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, দুর্নীতি, রাজনীতি, খেলাধূলা, বিনোদন, চলচিত্রসহ যেকোন সত্য তথ্য পৌঁছে দিতে পারবে বিশ্বের প্রতিটি মানুষের কাছে খুবি সহজে।


যোগ্যতাঃ
ক). বাংলায় অবশ্যই ভালো লিখতে পারতে হবে।
খ). প্রার্থীকে সর্বনিম্ন এস.এস.সি. বা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 
গ). সদ্য পাশ করা ছাত্রছাত্রীরাও যোগ্য বলে বিবেচিত হবেন।
ঘ). লেখা সম্পর্কে যথেষ্ঠ আগ্রহ থাকতে হবে।
ঙ). যাদের বয়সে ৩০-এর নীচে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।


মানবিকগুণাবলীঃ
ক). প্রার্থীকে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে।
খ). প্রার্থীকে উদার, সহনশীল, ভদ্র, বিনয়ী এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
গ). নারীর প্রতি মর্যদাশীল হতে হবে। কোনও রকম অবমাননা বা হেয় করে কথা বলা যাবে না।
ঘ). মানুষের প্রতি কটাক্ষ বা নোংরা অপপ্রচারে কোনওভাবেই যুক্ত থাকা যাবে না।
ঙ). কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

জরুরী তথ্যঃ
ক). এস.এস.সি এর রোল এবং পাশের সাল।
খ). জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার।
গ). এক কপি রঙিন ছবি 300×300 পিক্সেল।
ঘ). মোবাইল নাম্বার। 
ঙ). ইমেইল নাম্বার। 

সন্মানী ও ইন্টারনেট বিলঃ
ক). প্রতিটি লেখা প্রকাশের জন্য ৫ মেগাবাইট ডাটার মূল্য কর্তৃপক্ষ বহন করিবে।
খ). প্রতিটি লেখা জন্য কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষ সন্মানী bKash এর মাধ্যমে প্রদান করিবে। 


যোগাযোগ করুনঃ
www.facebook.com/abu.rubaiya
www.twitter.com/abu_rubaiya
www.plus.google.com/+AbuRubaiy

Emails, 
www.abu.rubaiya15@gmail.com
www.abu.rubaiya15@yahoo.com
www.abu.rubaiya15@hotmail.com



বিঃদ্রঃ আবু-রুবাইয়া.ব্লগস্পট.কম শুধুমাত্র একটি কাজ করার জায়গা নয়। আমরা কিছু ভ্যালু নিয়ে দাড়াতে চাই। এবং আমরা চাই, আমাদের টিমে যারা কাজ করবেন, তারাও সেই ভ্যালুগুলো ধারণ করবেন। নতুন কিছু শেখার ব্যাপারে যাদের আগ্রহ রয়েছে, তাদের জন্য এটি খুবই উপযুক্ত। চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এমন মানুষদেরকে আমরাও ভালোবাসি!
প্রকাশ্যেঃ
কর্তৃপক্ষ,আবু-রুবাইয়া.ব্লগস্পট.কম

1 টি মন্তব্য:

Thanks for comments