সোমবার, ২ নভেম্বর, ২০১৫

যশোর

সকল জেলার উর্ধ্বে, যশোর।

★বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল জেলা যশোর। ★বাংলাদেশের একমাত্র বিমান প্রশিক্ষণ কেন্দ্র যশোর। ★বাংলাদেশী সেনাবাহিনীর সিগন্যাল কোর এর একমাত্র ট্রেনিং সেন্টার আমাদের যশোরে। ★বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর এবং মেইন বর্ডার যশোর। ★বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন জেলা যশোর। ★বাংলাদেশের সর্বপ্রথম বিভক্ত জেলা যশোর। ★বাংলাদেশের মধ্যে যশোরের লোকজনের মন সবচেয়ে উদর। ★বাংলাদেশের সবচেয়ে উচুঁ জেলা যশোর। ★এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং বিলাসবহুল সিনেমা হল যশোরে। ★মাইকেল মধুসূদন দত্তের মতো বিশ্বনন্দিত কবির জন্ম যশোর।★কবি প্রমথ চৌধুরীর জন্ম যশোরে! ★সুরের জাদুকর, সুরকার প্রনব ঘোষ এর জন্ম ও যশোর। ★দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ মেলা বসে যশোরের মাটিতে। ★বাংলাদেশে বিরল প্রজাতির কালো মুখ হনুমান ও যশোরের মাটিতে বাস করে সবচেয়ে বেশি। ★খেজুরের রস এবং চিটাগুড় এর জন্য যশোরি একমাত্র প্রসিদ্ধ স্থান। ★যশোরে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ থানা। ★যশোর কে ছাড়া এ দেশে ভালোবাসা দিবস কল্পনা করা যায় না, কারণ যশোর হচ্ছে বাংলাদেশের ফুলের রাজধানী। ★কালোজাম মিষ্টার উতপত্তি আমাদের যশোরের জমতলায়। 

লেখাঃ আবু রুবাইয়া। 
সাহায্যেঃ অশান্ত ছেলেবেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for comments