শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

ঈদ মানে একটি নতুন জামা না পাওয়ার বেদনা।

ঈদ মানে একটি নতুন জামা না পাওয়ার বেদনা।



ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, আর এই খুশি হওয়ার অধিকার ছিন্নমূল মানুষ কিংবা পথচারী শিশুদের ও সমান ভাবে রয়েছে। কিন্তু অসহায় এই মানুষ গুলোর কাছে ঈদ মানে নিছক কিছু না পাওয়ার বেদনা। 

কেননা, এই মানুষ গুলোকে ঈদের দিনও তাদের অন্ন যোগানোর জন্য কাজ করতে হয়। আর পথচারী শিশুগুলোও হয়ে থাকে মৃয়মান। কখনও বা তাদের সমবয়সী কোনো শিশুর নতুন জামা দেখে তাদের চোখে অশ্রু ঝরে। 

একটি নতুন জামা এই শিশুদের মুখে ফুটিয়ে তুলতে পারে এক অনাবিল মায়াবী হাসি। আমরা যদি আমাদের খুশির ভাগ থেকে সামান্য কিছু হলেও ঐ সকল অসহায় মানুষদের সাথে শেয়ার করি তাহলে তাই তাদের কাছে অনেকটা খুশির কারণ হয়ে দাঁড়াবে।

লেখাঃ আবু রুবাইয়া।
উৎসর্গঃ অশান্ত ছেলেবেলা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for comments