শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

এসো দেশবাসী, অসহায় শীতার্ত দের পাশে দাড়াই। এগিয়ে দেই সাহায্যের হাত, হয়ত আপনার একটি শীত বস্ত্র বাঁচাতে পারে একটি জীবন।


গত কিছু দিন যাবত পুরো দেশ ব্যাপি প্রচন্ড শীত পড়ছে। বরাবরের মত এবারো শীতে দারিদ্র দের বেশ কষ্ঠ ভোগ করতে হচ্ছে! অনেক অভাবগ্রস্থ মানুষই হয়ত প্রয়োজনীয় শীত বস্ত্র কিনতে পারবে না! 

শীতের তীব্রতায় প্রতিবারের মত এবারো হারিয়ে যাবে কিছু দুস্থ প্রান। আর কাঁদবে অসহায় শীতার্ত মানুষ । শীতে ধনবান দের জন্য শীত নিবারনের জন্য সুন্দর ব্যাবস্থা থাকলেও বিপর্যয়ে পড়ে অসহায় দরিদ্র মানুষ । তীব্র শীতের কারনে শীতকালীন অসুখঃ- জ্বর, স্বর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে ভুগতে হয় এই অসহায় মানুষদের। 

যাদের অধিকাংশই অর্থের অভাবে চিকিৎসা সেবা নিতে পারে না। সবচেয়ে কষ্টের সম্মুখীন হয় দরিদ্র শিশু, প্রতিবন্দীও বয়স্করা। তাই আমাদের সাধ্যমত এই অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পার্শ্বে দাড়াই। হয়ত কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারবো, বাঁচাতে পারে কিছু অবহেলিত অমূল্য প্রান। আল্লাহ্ আমাদের সহায় হোন।
লেখাঃ আবু রুবাইয়া।
সাহায্যেঃ অশান্ত ছেলেবেলা।
প্রকাশ্যেঃ বাংলাদেশ সাইবার স্পেস।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for comments