শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

যদি তোর ডাকশুনে কেউ না আসে, তবে একলা চলরে।

 
যদি তোর ডাকশুনে কেউ না আসে। 
ররবীন্দ্রনাথ ঠাকুর 

যদি তোর ডাকশুনে কেউ না আসে, তবে একলা চলরে। যদি তোর ডাকশুনে কেউ না আসে, তবে একলা চলরে। একলা চলো, একলা চলো, একলা চলো একলা চলরে। যদি তোর ডাকশুনে কেউ না আসে, তবে একলা চলরে। যদি তোর ডাকশুনে কেউ না আসে, তবে একলা চলরে।

যদি কেউ কথা না কই, ওরে ওরে ও অভাগা কেউ কথা না কই। যদি সবাই থাকে মুখ ফিরাইয়া সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরাইয়া সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটি তোর মনের কথা একলা বলরে। যদি তোর ডাকশুনে কেউ না আসে, তবে একলা চলরে। যদি তোর ডাকশুনে কেউ না আসে। 

যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে, কেউ ফিরে না চাই। যদি গহন পথে যাবার কালে, কেউ ফিরে না চাই। তবে পথের কাটা, তবে পথের কাটা ও তুই রক্তমাখা চরণ তলে একলা ডলোরে। যদি তোর ডাকশুনে কেউ না আসে, তবে একলা চলরে। যদি তোর ডাকশুনে কেউ না আসে, তবে একলা চলরে।

যদি আলো না ধরে, ওরে, ওরে ও অভাগা আলো না ধরে। যদি ঝড়বাদলের আধার রাতে দোয়ার দেই ঘরে। যদি ঝড়বাদলের আধার রাতে দোয়ার দেই ঘরে। তবে বজ্রানলে আপন বুকের পাজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বল রে। 

যদি তোর ডাকশুনে কেউ না আসে, তবে একলা চলরে। যদি তোর ডাকশুনে কেউ না আসে, তবে একলা চলরে। একলা চলো, একলা চলো, একলা চলো একলা চলরে। একলা চলো, একলা চলো, একলা চলো একলা চলরে। যদি তোর ডাকশুনে কেউ না আসে, তবে একলা চলরে। যদি তোর ডাকশুনে কেউ না আসে, তবে একলা চলরে। যদি তোর ডাকশুনে কেউ না আসে, তবে একলা চলরে।

লেখাঃ আবু রুবাইয়া। 
কথাঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 
সাহায্যেঃ রবীন্দ্রসংগীত। 
প্রকাশ্যেঃ ইন্টারনেট। 
আমার হিয়ার মাঝে, লুকিয়ে ছিলে।
 দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for comments