শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

Bangladesh All districts name-বাংলাদেশের সকল জেলার নাম।

Bangladesh All districts name-বাংলাদেশের সকল জেলার নাম।
01. Jessore (যশোর) 
02. Feni (ফেনী)
03. Barguna (বরগুনা)
04. Barisal (বরিশাল)
05. Bagerhat (বাগেরহাট)
06. Bhola (ভোলা)
07. Brahmanbaria (ব্রাহ্মণবাড়িয়া)
08. Chandpur (চাঁদপুর)
09. Chittagong (চিটাগাং)
10. Chuadanga (চুয়াডাঙ্গা)
11. Comilla (কুমিল্লা)
12. Cox's Bazar (কক্সবাজার)
13. Dhaka (ঢাকা)
14. Dinajpur (দিনাজপুর)
15. Faridpur (ফরিদপুর)
16. Bandarban (বান্দরবন)
17. Gaibandha (গাইবান্ধা)
18. Gazipur (গাজীপুর)
19. Gopalganj (গোপালগঞ্জ)
20. Habiganj (হবিগঞ্জ)
21. Jaipurhat (জয়পুরহাট)
22. Jamalpur (জামালপুর)
23. Bogura (বগুড়া)
24. Jhalakathi (ঝালকাঠী)
25. Jhinaidah (ঝিনাইদাহ)
26. Khagrachari (খাগড়াছড়ি)
27. Khulna (খুলনা)
28. Kishoreganj (কিশোরগঞ্জ)
29. Kurigram (কুড়িগ্রাম)
30. Kushtia (কুষ্টিয়া)
31. Lakshmipur (লক্ষ্মীপুর)
32. Lalmonirhat (লালমনিরহাট)
33. Madaripur (মাদারীপুর)
34. Magura (মাগুরা)
35. Manikganj (মানিকগঞ্জ)
36. Meherpur (মেহেরপুর)
37. Moulavibazar (মৌলভীবাজার)
38. Munshiganj (মুন্সীগঞ্জ)
39. Mymonsingh ( ময়মনসিংহ)
40. Naogaon (নওগাঁ)
41. Narayanganj (নারায়ণগঞ্জ)
42. Narsingdi (নরসিংদী)
43. Natore (নাটোর)
44. Nawabgonj (নওয়াবগঞ্জ)
45. Netrokona (নেত্রকোনা)
46. Nilphamari (নীলফামারী)
47. Noakhali (নোয়াখালী)
48. Norail (নড়াইল)
49. Pabna (পাবনা)
50. Panchagarh (পঞ্চগড়)
51. Patuakhali (পটুয়াখালী)
52. Pirojpur (পিরোজপুর)
53. Rajbari (রাজবাড়ী)
54. Rajshahi (রাজশাহী)
55. Rangamati (রাঙ্গামাটি)
56. Rangpur (রংপুর)
57. Satkhira (সাতক্ষীরা)
58. Shariyatpur (শরীয়তপুর)
59. Sherpur (শেরপুর)
60. Sirajgonj (সিরাজগঞ্জ)
61. Sunamganj (সুনামগঞ্জ)
62. Sylhet (সিলেট)
63. Tangail (টাঙ্গাইল)
64. Thakurgaon (ঠাকুরগাঁও)

লেখাঃ আবু রুবাইয়া।
উৎসর্গঃ বাংলাদেশ বাসি। 

ঈদ মানে একটি নতুন জামা না পাওয়ার বেদনা।

ঈদ মানে একটি নতুন জামা না পাওয়ার বেদনা।



ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, আর এই খুশি হওয়ার অধিকার ছিন্নমূল মানুষ কিংবা পথচারী শিশুদের ও সমান ভাবে রয়েছে। কিন্তু অসহায় এই মানুষ গুলোর কাছে ঈদ মানে নিছক কিছু না পাওয়ার বেদনা। 

কেননা, এই মানুষ গুলোকে ঈদের দিনও তাদের অন্ন যোগানোর জন্য কাজ করতে হয়। আর পথচারী শিশুগুলোও হয়ে থাকে মৃয়মান। কখনও বা তাদের সমবয়সী কোনো শিশুর নতুন জামা দেখে তাদের চোখে অশ্রু ঝরে। 

একটি নতুন জামা এই শিশুদের মুখে ফুটিয়ে তুলতে পারে এক অনাবিল মায়াবী হাসি। আমরা যদি আমাদের খুশির ভাগ থেকে সামান্য কিছু হলেও ঐ সকল অসহায় মানুষদের সাথে শেয়ার করি তাহলে তাই তাদের কাছে অনেকটা খুশির কারণ হয়ে দাঁড়াবে।

লেখাঃ আবু রুবাইয়া।
উৎসর্গঃ অশান্ত ছেলেবেলা। 

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

গনসচেতনতা

প্লাষ্টিক বোতল এবং পলিথিন আমাদের মাটি ও পরিবেশের শত্রু। এগুলো যেখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থানে অথবা ডাস্টবিনে ফেলুন।


গণসচেতনতাঃ এ.কে. আবু রুবাইয়া।
প্রকাশ্যেঃ অশান্ত ছেলেবেলা।

ও পৃথিবী এবার এসে, বাংলাদেশ নাউ চিনে।

ও পৃথিবী এবার এসে, বাংলাদেশ নাউ চিনে।

ও পৃথিবী এবার এসে, বাংলাদেশ নাউ চিনে। ও পৃথিবী তোমায় জানাই, স্বাগতম এই দিনে। ও পৃথিবী এবার এসে, বাংলাদেশ নাউ চিনে। ও পৃথিবী তোমায় জানাই, স্বাগতম এই দিনে।

জয় দেখেছি প্রথম যেদিন, ভয় গিয়েছি ভুলে। জয় দেখেছি একুশ যেদিন, এলো মাথা তুলে। জয় এনেছি সূর্য-চাঁদ একাত্তরের দিনে।

ও পৃথিবী এবার এসে, বাংলাদেশ নাউ চিনে। ও পৃথিবী তোমায় জানাই, স্বাগতম এই দিনে।

আমার আছে দিক বিজয়ী, দীর্ঘ সাগর তীর। আকাশ ছুয়ে ঠাঁই দাড়িয়ে, সুন্দর এই প্রাচীর। আমার আছে দিক বিজয়ী, দীর্ঘ সাগর তীর। আকাশ ছুয়ে ঠাঁই দাড়িয়ে, সুন্দর এই প্রাচীর। জয়ের নেশা বাংলাদেশের হৃদয় গহীনে।

ও পৃথিবী এবার এসে, বাংলাদেশ নাউ চিনে। ও পৃথিবী তোমায় জানাই, স্বাগতম এই দিনে।

সূর্য নিয়ে উড়ছে সবুজ, অবাক মানুষ জন।
কে শোনেনি আমার দেশের, বাঘের গর্জন।
সূর্য নিয়ে উড়ছে সবুজ, অবাক মানুষ জন।
কে শোনেনি আমার দেশের, বাঘের গর্জন। লাল-সবুজের এই পতাকা যাচ্ছে, নতুন দিনে।

ও পৃথিবী এবার এসে, বাংলাদেশ নাউ চিনে। ও পৃথিবী তোমায় জানাই, স্বাগতম এই দিনে।
ও পৃথিবী এবার এসে, বাংলাদেশ নাউ চিনে। ও পৃথিবী তোমায় জানাই, স্বাগতম এই দিনে।
Facebook
Google+
Twitter